Sports

শুভমনের ডেঙ্গু; বিশ্বকাপে নামার আগেই ভারতীয় শিবিরে ধাক্কা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার অনিশ্চিত

নয়াদিল্লি, ৬ অক্টোবর : শরীর ভালো নেই টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান শুভমন গিলের। তিনি ডেঙ্গুতে ভুগছেন। শুক্রবার এমনটাই জানা গিয়েছে। রবিবার বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে খেলতে নামবে ভারত। কিন্তু সেই ম্যাচে শুভমন গিলকে পাওয়া যাবে কি না তা স্পষ্ট নয়।

তাঁর ডেঙ্গু হয়েছে বলে জানা গিয়েছে। তরুণ ওপেনার এ বারের বিশ্বকাপের আগে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন। তাঁর উপর ভরসা রাখছে দল। এমন অবস্থায় শুভমন খেলতে না পারলে ধাক্কা খাবে ভারত। শুভমন যদি একান্তই প্রথম ম্যাচে খেলতে না পারেন, তাহলে ওপেন করতে দেখা যেতে পারে ঈশান কিশনকে। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বাঁহাতি ওপেনার খেলতে পারেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। লোকেশ রাহুলও দলে রয়েছেন। এক সময় তিনি ওপেন করতেন রোহিতের সঙ্গে। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেটাও করতে পারেন রাহুল। তবে মিডল অর্ডারেই রাহুলকে এখন বেশি পছন্দ দলের। তাই ঈশান দলে থাকায় ওপেনার হিসাবে তরুণ বাঁহাতি ব্যাটারকেই দেখা যেতে পারে।

Show More

Related Articles

Back to top button