Barak Valley

শুরু হল ভোট প্রচার, আজ মনোনয়ন পরীক্ষা

ছ’বছর পর করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন

করিমগঞ্জ : দীর্ঘ বছর পর করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন৷ ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন৷ নির্বাচনকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহের অন্ত নেই৷ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভোট প্রচার৷

করিমগঞ্জ কলেজের নির্বাচন মানে পৃথক এক অনুভূতি৷ কোনও এক সময় করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন বিধানসভা নির্বাচনের সমসাময়িক ছিল৷ রাস্তা, হাট, বাজার থেকে শুরু করে সর্বত্র চলত ভোটের প্রচার৷ বিজেপি-কংগ্রেসের তাবড় তাবড় নেতারা ভোটের প্রচারে অংশগ্রহণ করতেন৷ ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে রাজনৈতিক সংঘাত হয়েছিল৷ করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনও এক সময় ব্যাপক সংঘাতের সূচনা হয়৷ তৎকালীন ইংরেজি বিভাগের অধ্যাপক শিবাশিস বিশ্বাসের বাইক ভেঙে ফেলে একাংশ ছাত্র৷ ছাত্রদের মারপিট করতে গিয়ে আরও অনেক অধ্যাপকের বাইক ভাঙচুর হয়েছিল৷ পরবর্তীতে ছাত্ররা এসে স্যারের কাছে ক্ষমা ভিক্ষা চায়৷ এক কথায়, করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন মানেই জমজমাট পূর্ণ পরিস্থিতি৷

২০১৭ সালের পর ২০২৪ সালে হতে যাচ্ছে কলেজের নির্বাচন৷ ৬ বছরের মধ্যে বিভিন্ন সময়ে নির্বাচন করার জন্য প্রস্তুতি চালানো হয়েছিল৷ কিন্তু বিভিন্ন কারণে মূলত আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হয়নি৷ বর্তমানে করিমগঞ্জ কলেজের ছাত্র সংখ্যা ৩১০০৷ ১৪টি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে৷ তার মধ্যে অন্যতম সাধারণ সম্পাদক এবং উপ-সভাপতি পদ৷ এখন পর্যন্ত ৬০টির অধিক মনোনয়ন পত্র কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে৷ বৃহস্পতিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার অন্তিম দিন৷ শুক্রবার মনোনয়ন পত্র পরীক্ষা করা হবে৷ ২২ বছরের বেশি কোনও ছাত্রছাত্রী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না৷ ভোটে অংশগ্রহণ করতে পারবে না বেক থাকা ছাত্রও৷

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে ১৪ জন ছাত্রছাত্রীর মনোনয়ন পত্র ও NSUI-র তরফ থেকে অনুরূপভাবে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে৷ আগামীকাল মনোনয়ন পরীক্ষার পর প্রত্যাহারের সময় থাকছে৷ পরবর্তীতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে ৫ ফেব্রুয়ারি৷ সকাল ১০টা থেকে শুরু হবে ভোটগ্রহণ৷ Returning Officer-র দায়িত্বে রয়েছেন অধ্যাপক কিসমত সুলতানা সহ আরও দু’জন৷ ছাত্র সংগঠন NSUI-র তরফ থেকে উপ সভাপতি পদে শিবম দত্ত ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন সুস্মিত দেব৷ ABVP-র তরফ থেকে উপ-সভাপতি পদে সরোজ গড়োই ও সাধারণ সম্পাদক পদে পঞ্চম দাস ময়দানে রয়েছেন৷

বৃহস্পতিবার উভয় দলের ছাত্রছাত্রীরা মনোনয়ন পত্র জমা দিয়ে মিছিল বের করেন৷ উভয় দলের তরফ থেকে দেওয়া হয় নির্বাচন প্রতিশ্রুতি৷ জানানো হয় নির্বাচনে জয়ী হলে সরস্বতী মূর্তি রাখার জন্য কলেজের ভেতরে স্থায়ী বেদি নির্মাণ করা হবে৷ ঠিক করা হবে girls common room. সেই সঙ্গে কলেজের মূল গেটটিও সুন্দর করে নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়৷

Show More

Related Articles

Back to top button