Barak Valley
শ্রীগৌরীতে ইয়াবা ট্যাবলেট সহ আটক ২
বদরপুর : ফের নেশা জাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করল করিমগঞ্জ ও বদরপুর পুলিশ৷ সোমবার গোপন সূত্রে খবর পেয়ে বদরপুর পুলিশ রাত ৮:৩০টা নাগাদ শ্রীগৌরী বরই দোকান এলাকা থেকে বাজেয়াপ্ত করে এই নেশা জাতীয় সামগ্রী৷ এদিন করিমগঞ্জ ও বদরপুর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শ্রীগৌরী বরই দোকান এলাকায় ওঁৎ পেতে বসে থাকে৷ করিমগঞ্জের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বাইকে তল্লাশি চালিয়ে ৫ প্যাকেট আনুমানিক ১০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে৷ আটক করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে৷ এর পরিমাণ ১.৩৭০ গ্রাম৷ তবে তদন্তের স্বার্থে বদরপুর পুলিশ আটক হওয়া দুই যুবকের নাম-ঠিকানা বলেনি৷ পুলিশ বাইকটি আটক করে পাচারকারীদের থানায় নিয়ে গেছে৷