Barak Valley
শ্রীগৌরীতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, আহত ১
শ্রীগৌরী : ফের ৬ নং জাতীয় সড়কের শ্রীগৌরীতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে৷ ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১ ব্যক্তি৷
জানা গেছে, শুক্রবার ভোরে বদরপুর থানা এলাকার শ্রীগৌরী জাতীয় সড়কে বদরপুরের দিক থেকে একই পথে করিমগঞ্জ যাওয়ার পথে AS EC 6899 নম্বরের ১টি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একই পথে যাওয়া একটি পাথর বোঝাই ডাম্পার গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে৷ এতে দুমড়ে মুচড়ে যায় লরিটি৷ ওই ঘটনায় গুরুতর জখম হন সহ-চালক৷ সঙ্গে সঙ্গে স্থানীয়রা সহ-চালককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন৷ লরিটির সামনের দিক দুমড়ে মুচড়ে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বদরপুর পুলিশ৷ তারা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থানায় নিয়ে যায়৷