Barak Valley
শ্রীগৌরী এইচএসে পথ সুরক্ষা সম্পর্কে সচেতনতা সভা অনুষ্ঠিত
শ্রীগৌরী : শ্রীগৌরী এইচএসে পথ সুরক্ষা সংক্রান্ত এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় বুধবার৷ এদিন সকালের ছাত্র সমাবেশে স্কুলের অধ্যক্ষ মাশুক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় করিমগঞ্জের DTO সাহাব উদ্দিন তাপাদার পথ সুরক্ষার বিভিন্ন দিক সম্পর্কে ছাত্রছাত্রীদের বিশদে অবহিত করেন৷
বাইক চালানোর সময় চালক ও আরোহীকে হেলমেট ব্যবহার করতে বলেন DTO তাপাদার৷ গাড়ি চালানোর সময় Mobile Phone ব্যবহার না করার পরামর্শ দেন৷ রাস্তা পার হবার সময় ছাত্রছাত্রীদের জেব্রা ক্রসিং ব্যবহার করার পরামর্শ দেন৷ এদিন শিক্ষক-ছাত্রছাত্রীদের জন্য কয়েকটি বিভাগীয় সচেতনতা পুস্তিকা প্রদান করেন DTO. অনুষ্ঠানে বিষয়ভিত্তিক একটি স্বরচিত কবিতা পাঠ করে নিলামবাজার সরস্বতী স্কুলের ১০ম শ্রেণির ছাত্র দেবাশিস ভট্টাচার্য৷ অনুষ্ঠানে শ্রীগৌরী স্কুলের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন৷