Barak Valley
শ্রীশ্রী গোপালজিউ মন্দিরে জন্মাষ্টমীর প্রস্তুতি
করিমগঞ্জ : শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালনে বিশেষ উদ্যোগ নিয়েছে শ্রীশ্রী গোপালজিউ মন্দির কর্তৃপক্ষ৷ করিমগঞ্জ গোপালজিউ মার্কেটস্থিত মন্দির পরিচলনা কমিটির সদস্য অনাবাসী ভারতীয় পবিত্র রঞ্জন রায় মঙ্গলবার জানান, বৃহস্পতিবার রাতে জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান রয়েছে৷
রাত ৭টায় অনুষ্ঠিত হবে শ্রীশ্রী গোপালজিউর স্নান ও অভিষেক৷ রাত ৭:৩০টায় হবে আরতি ও কীর্তন৷ রাত ৯টা থেকে শুরু হবে প্রসাদ বিতরণ৷ প্রতি বছর এই দিনটি অনেক ভক্তের সমাগম হয়৷ এবারও প্রচুর ভক্তের সমাগম হবে বলে আশাবাদী মন্দির কর্তৃপক্ষ৷