Barak Valley

সংবাদকর্মীদের ঝুঁকির জীবন নিয়ে আলোচনা প্রেস ক্লাব করিমগঞ্জের

করিমগঞ্জ : বিভিন্ন সমস্যায় জর্জরিত সংবাদকর্মীরা৷ পেশাগত তাগিদে প্রত্যন্ত এলাকায় গিয়ে সংবাদ সংগ্রহ করতে হয়৷ কোনও ধরনের নিরাপত্তা ছাড়াই যুদ্ধবিধ্বস্ত এলাকায়ও সাংবাদিকদের পৌঁছতে হয়৷ এমন পরিস্থিতিতে অনেকেই প্রাণ হারান৷ কিন্তু সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের নিরাপত্তা রক্ষার্থে ন্যূনতম ব্যবস্থা নেওয়া হয়নি৷ এসব নিয়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোল গড়ে তুলতে হবে৷ বিশ্ব প্রেস ফ্রিডম ডে-তে প্রেস ক্লাব করিমগঞ্জ আয়োজিত আলোচনায় উঠে আসে এসব কথা৷ বিভিন্ন জন বলেন, দীর্ঘ বছর থেকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সাংবাদিকরা চরম হেনস্তার শিকার হচ্ছেন৷ সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে অনেককেই৷ তবে ভয় দেখিয়ে সাংবাদিকদের আটকানো যাবে না৷ সমাজের দর্পণ হিসাবে কাজ করছেন সবাই৷

এদিন সাংবাদিকরা প্রয়োজনের চেয়ে অনেক কম বেতন পাওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসে৷ বলা হয়, অধিকাংশের EPF নেই৷ এসব ব্যাপারে সাংবাদিকদের পক্ষ থেকে অনেকবার সোচ্চার হওয়ার পরও কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি৷ বিষয়গুলো নিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মিহির দেবনাথ ও সম্পাদক অরূপ রায়৷ এছাড়াও মতামত তুলে ধরেন জুলি দাস, এসএম জাহির আব্বাস, বিভাস চন্দ্র দাস, সুজয় শ্যাম, শুভঙ্কর মালাকার প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button