সংরক্ষিত বনাঞ্চলের জমি জবরদখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বন বিভাগ : কৃষ্ণেন্দু
পাথারকান্দি : ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন দখল করবে৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে৷ বিজেপি পরিচালিত সরকার দেশের ১৪০ কোটি মানুষের উন্নয়নে কাজ করছে৷ সবার জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করছে সরকার৷ এটাই হল বিকশিত ভারত৷ বৃহস্পতিবার লোয়াইরপোয়া ব্লকের বাজারিছড়াতে বিকশিত ভারত সংকল্প যাত্রার উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় বিধায়ক কৃষ্ণেন্দু পাল তাঁর বক্তব্যে এই কথাগুলো বলেন৷
এদিন বাজারিছড়ার কালাছড়া নেতাজি পল্লী কালীবাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভার শুরুতে ভারত মাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন লোয়াইরপোয়া ব্লক মণ্ডল বিজেপির সভাপতি হৃষিকেশ নন্দী, লোয়াইরপোয়া জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি অমিতাভ দে, লোয়াইরপোয়া উন্নয়ন খণ্ডের ভারপ্রাপ্ত আধিকারিক হোসেন আহমদ, বাজারিছড়া জিপির সচিব হিমাংশু দাস প্রমুখ৷ এদিন বিকশিত ভারত সংকল্প যাত্রার সভায় উপস্থিত বিভিন্ন বিভাগের আধিকারিকরা তাঁদের বিভাগের প্রকল্প সমূহ জনসমক্ষে তুলে ধরেন৷
পরে বিধায়ক কৃষ্ণেন্দু পাল তাঁর বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের নানা জনকল্যাণমুখী প্রকল্প উল্লেখ করেন৷ তিনি বলেন, বর্তমানে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের আমূল পরিবর্তন হচ্ছে৷ প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণ সহ অরুণোদয় প্রকল্প, জনগণের স্বাস্থ্য পরিষেবার জন্য আয়ুষ্মান কার্ড ছাড়াও রেশন কার্ড প্রদান করা হচ্ছে৷
তিনি বলেন, পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের যারা খাদ্য সুরক্ষা যোজনার সুবিধে পাচ্ছেন না, তাঁদের শীঘ্রই নতুন রেশন কার্ড দেওয়া হবে৷ নতুন রেশন কার্ড আনুষ্ঠানিক ভাবে বিতরণের জন্য আগামী ২৩ জানুয়ারি সলগইয়ে এক সভা অনুষ্ঠিত হবে৷ এতে সবার উপস্থিতি কামনা করেছেন তিনি৷
বিধায়ক কৃষ্ণেন্দু পাল আরও জানান, রাজ্য সরকার SHC Group-র মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করবে৷ ২০ জানুয়ারি নিজ নিজ জিপি কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহের জন্য SHG সদস্যদের আহ্বান জানান তিনি৷
বিধায়ক কৃষ্ণেন্দু পাল আরও বলেন, সংরক্ষিত বনাঞ্চলের জমি জবরদখল করে যারা বনজ সম্পদ ধ্বংস করছে তাদের বিরুদ্ধে বন বিভাগ ব্যবস্থা গ্রহণ করবে৷ সভায় TV-র মাধ্যমে মোদি সরকারের প্রকল্প সমূহের বিস্তারিত সম্পর্কে তথ্য জনগণকে অবগত করা হয়৷