Barak Valley

সড়কের উপর ইট, বালি, পাথরের অবাধ ব্যবসা, দুর্ভোগে করিমগঞ্জবাসী

করিমগঞ্জ : রাস্তার ধারেকাছে নয়, গোটা রাস্তার উপরেই চলছে ব্যবসা৷ সড়কের উপর ইট, বালি, পাথরের ব্যবসার জেরে দুর্ঘটনার ছবিটা নতুন নয়৷ কিন্তু তাতে কী, দুর্ঘটনার পর ২/১ দিন সামলে চলা ব্যস, ফের আগের অবস্থায় বহাল হয়ে যায়৷ পুলিশ-প্রশাসন থেকে রাজনৈতিক নেতাদের চরম উদাসীনতায় করিমগঞ্জ জেলার সাধারণ মানুষ আজ দুর্ভোগের শিকার৷ করিমগঞ্জ শহরের বিভিন্ন রাস্তা দখল করে দিনের পর দিন চলছে ইট, বালি, পাথরের রমরমা ব্যবসা৷ রাস্তার উপরে ফেলে রাখা বালি, পাথরের জেরে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা৷ ব্রজেন্দ্র রোড, নীলমণি রোড, আজাদসাগর, সুভাষনগর, সহ বিভিন্ন এলাকায় রীতিমতো ফুটপাত দখল করে শাসক-বিরোধী সমর্থক একাংশ ব্যবসায়ী যেমন বালি, পাথরের ব্যবসা করছেন, তেমনি শহর সংলগ্ন লঙ্গাই-কর্ণমধু সহ অন্যান্য এলাকায় বালু-পাথর রেখে চলছে অবাধ ব্যবসা৷ স্বভাবতই নিত্যযাত্রী থেকে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে আসছে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সবাই৷ তবে যানচালক থেকে পথচারী সকলেরই অভিযোগের আঙুল পুলিশ-প্রশাসনের দিকে৷ অভিযোগ, পুলিশ-প্রশাসনকে নিয়মিত কড়ি ঢেলেই চলছে এসব ব্যবসা৷ ফলে পুলিশ-প্রশাসনের নীরব হয়ে থাকাটাই স্বাভাবিক৷ যার সুযোগে বেপরোয়া ব্যবসায়ীরা৷ বিষয়টি নিয়ে তথাকথিত রাজনৈতিক দলের নেতাদের নীরবতা জনমনে ক্ষোভের সঞ্চার করছে৷

Show More

Related Articles

Back to top button