সন্তগুরু রবিদাসজির ৬৪৭-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে করিমগঞ্জের সলগইয়ে তুঙ্গে প্রস্তুতি
বাজারিছড়া : সন্তগুরু রবিদাসজির ৬৪৭-তম জন্মজয়ন্তী পালন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি চলছে করিমগঞ্জ জেলার অন্তর্গত সলগইয়ে। আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি লোয়াইরপোয়া ব্লকের অধীন সলগই চা বাগানে দুদিনব্যাপী কার্যক্রম অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এ ব্যাপারে প্রশাসনের অনুমতিও নিয়েছে আয়োজক মণ্ডলি।
মহতি অনুষ্ঠান সম্পর্কে রবিদাস সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি গোপাল রবিদাস জানান, আগামী শনিবার সকাল ১১টায় অনুষ্ঠানের সূচনা করবেন ওদালগুড়ি থেকে আগত সন্ত পুরোহিত সুখচরণ রবিদাসজি। পরেরদিন ২৫ ফেব্রুয়ারি মূল অনুষ্ঠানসূচিতে রয়েছে গুরু রবিদাসজি স্মরণ, গুরুবাণী পাঠ, ভাগবত গীতা পাঠ সহ গুরুদেব সম্পর্কে আমন্ত্রিত অতিথিবৃন্দের মূল্যসবান ভাষণ।
ওই দিন বিকেলে অনুষ্ঠিত হবে হরিনাম মহাযজ্ঞ সংকীর্তন ও পূজার্চ্চনা। এদিন সন্ধ্যায় সমাপ্তি হবে অনুষ্ঠান।
দুদিনের ধর্মীয় অনুষ্ঠানে বৃহত্তর এলাকার সকল সনাতনী ধর্মপ্রাণ মানুষজনের উপস্থিতি ও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির পক্ষে সুদর্শন রবিদাস, রামকৃষণ রবিদাস, অশোককুমার রবিদাস প্রমুখ।