EducationAssam

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় অনুরাগ

যোরহাট : এবারের মাধ্যমিক পরীক্ষায় ১ম স্থান দখল করল অনুরাগ দলৈ৷ এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আনন্দের বাঁধভাঙ্গা জোয়ারে মেতে উঠেন যোরহাটবাসী৷ অনুরাগ মোট ৫৯৩ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে ১ম হওয়ার গৌরব অর্জন করেছে৷

যোরহাট কেন্দ্রগুড়ির বাসিন্দা সুরেশ দলৈ এবং অপর্ণা শইকিয়ার কনিষ্ঠ পুত্র অনুরাগ দলৈ উচ্চ মাধ্যমিকে পড়াশোনা চালানোর জন্য প্রজ্ঞা অ্যাকাডমিতে সায়েন্স নিয়ে ভর্তি হওয়ার কথা জানিয়েছে৷

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষায় এবারই প্রথম প্রজ্ঞা অ্যাকাডমি থেকে ছাত্রছাত্রীরা অবতীর্ণ হয়েছিল৷ আর শুরুতেই বাজিমাত৷ ১ম স্থান দখল করার পর গোটা যোরহাট জুড়ে প্রজ্ঞার প্রশংসায় পঞ্চমুখ জনগণ৷ এই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষদানের সঙ্গে ছাত্রছাত্রীদের শিক্ষাপ্রেমের আলোচনা চলছে শহরজুড়ে৷

এদিকে, প্রতিদিন ১০-১২ ঘন্টা পড়াশোনা করত অনুরাগ৷ ভবিষ্যতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়৷ সেই স্বপ্নের কথাই সে সাংবাদিকদের সামনে প্রকাশ করেছে৷ অনুরাগের মা-বাবা ও শিক্ষাগুরুদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে অনুরাগ৷ অধ্যয়নের সঙ্গে সমান তালে সে অবসর সময়ে তবলা বাজাতো এবং ক্যারাটেতে অংশ নিত৷ অনুরাগ জুবিন গার্গ ও অরিজিৎ সিঙের গান শুনতে ভালোবাসে৷

Show More

Related Articles

Back to top button