Updates

সমবায় মন্ত্রকের উদ্যোগে ২৫ টিরও বেশি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ

জনসংযোগ, হাইলাকান্দি, ১৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সমবায় মন্ত্রকের নতুন উদ্যোগের ফলে ২৫টিরও বেশি নতুন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি নামক এই উদ্যোগে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের পঞ্চায়েত এবং গ্রামগুলিতে ২ লক্ষ নতুন বহুমুখী দুগ্ধ মৎস সমবায় সমিতি স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অধীনে ভারত সরকারের বিভিন্ন প্রকল্প প্রাথমিক সমবায় সমিতির স্তরে একত্রিত করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য আন্ত মন্ত্রণালয় কমিটি জাতীয় স্তরের সমন্বয় কমিটি, রাজ্যস্তরের সমবায় উন্নয়ন কমিটি এবং জেলা স্তরের সমবায় উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের কৃষি পরিকাঠামো যেমন গোডাউন, কাস্টম হায়ারিং ,সেন্টার প্রসেসিং ইউনিট, ন্যায্য মূল্যের দোকান ইত্যাদি সর্তরে ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের সমন্বয়ের মাধ্যমে তৈরি করা হবে। এই প্রকল্প বাস্তবায়ন হলে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত হবে, খাদ্য শস্যের অপচয় হ্রাস হবে, কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের জন্য ভালো দাম পাবে । এই উদ্যোগের ফলে নতুন কৃষক উৎপাদক সংস্থা গঠন করা হবে। সমবায় সমিতির জন্য আয়কর আইনের সারচার্জ হ্রাস দেওয়া হবে। সমিতিগুলির উপর নিম্নতম বিকল্প করা হ্রাস করা হবে। আমানত এবং নগদ ঋণের সীমা বৃদ্ধি পাবে। উৎপাদন শুরু করা নতুন সমবায় সমিতিগুলির জন্য কর হ্রাস থাকছে এতে। পাশাপাশি নগদ টাকা তোলার ক্ষেত্রে টিডিএস এর সীমাও বৃদ্ধি থাকছে নতুন এই উদ্যোগে। আয়কর আইনের ২৬৯ এসটি ধরার অধীনে নগদ লেনদেনেও ছাড় থাকছে নতুন এই উদ্যোগে। এককথায় সমবায় সমিতিগুলি বর্তমান সব সমস্যার সমাধান রয়েছে নতুন এই উদ্যোগে।
কেন্দ্রীয় সরকারের সমবায় মন্ত্রক থেকে পাঠানো নতুন এই উদ্যোগের বিষয়টি হাইলাকান্দি প্রশাসনের নির্দেশে জানানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button