সম্প্রীতির নজির : হিন্দু প্রৌঢ়ের সৎকার করলেন মুসলিম যুবকরা
‘হরি ধ্বনি’ দিয়ে হিন্দু বৃদ্ধের শেষযাত্রায় সৈয়দ, সুফিয়ানরা
নিলামবাজার : ধর্মকে নিয়ে সারা দেশে হানাহানি, ঠিক তখনই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির গড়ল দক্ষিণ করিমগঞ্জের বারইগ্রাম৷ বৃদ্ধাশ্রমে মৃত এক হিন্দু বৃদ্ধের শেষযাত্রায় শামিল হলেন মুসলিম যুবকরা ৷ শুধু শামিল হওয়াই নয়, মরদেহ নিয়ে যাওয়ার সময় ‘হরিবল’ ধ্বনিও দিলেন তাঁরা৷
সোমবার বারইগ্রামে সিনিয়র সিটিজেন হোমে অশীতিপর বৃদ্ধ দিব্যেন্দু দত্তের মৃত্যু হয়৷ বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ শেষকৃত্যে নিয়ে যেতে চিন্তায় পড়লেন৷ মুশকিল আসানে এগিয়ে আসেন স্থানীয় হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের লোক৷
মঙ্গলবার স্থানীয় ‘কিশোর সংঘ’-র সাথে হাত লাগান সুফিয়ান আখতার, সৈয়দ হাসানত সহ আরও জনাকয়েক মুসলিম যুবকরা৷ সমস্ত হিন্দু রীতি মেনে তারা প্রয়াত দিব্যেন্দু বাবুর শেষকৃৃত্য সম্পন্ন করেন৷
সুফিয়ান, সৈয়দ, তাহির, মাহমুদের এমন কাজে গোটা বারইগ্রামবাসী আশ্চর্য ও মুগ্ধ৷ অনেকের কথায় জাতপাতের উর্ধ্বে উঠে তারা দেখিয়ে দিয়েছে ‘মানুষ মানুষের জন্য’৷
অন্যদিকে, বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ জানান অসহায় বৃদ্ধ দিব্যেন্দু দত্তকে প্রায় দু’বছর আগে করিমগঞ্জের এক সমাজকর্মী এখানে নিয়ে আসেন৷ তার কেউই নেই৷ সোমবার বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়৷