Barak Valley

সর্ষের মধ্যেই ভূত! বদরপুরে গাঁজা সহ ৪ GRP আটক

বদরপুর : GRP কোয়ার্টার থেকে বৃহৎ পরিমাণের গাঁজা উদ্ধার করল বদরপুর পুলিশ৷ ঘটনায় বদরপুর পুলিশ রেলের ৩ পুলিশ কনস্টেবল ও ১ হোমগার্ডকে আটক করেছে৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শনিবার বিকেল ৩টায়৷ GRP থানায় ধৃত কনস্টেবলরা হলেন যোগেশ্বর দাস, সাগর মালাকার ও হোমগার্ড দীপক মালাকার৷

শনিবার গোপন খবরের ভিত্তিতে বদরপুর পুলিশ GRP clny-র সরকারি কোয়ার্টারে অভিযান চালায়৷ কোয়ার্টারে টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ৷ OC সোমেশ্বর কোওঁর, মালুয়া PICP-র incharge SI দিবাকর গগৈ সহ পুলিশ কর্মীরা অভিষেক চন্দ নামের পুলিশ কনস্টেবলের কোয়ার্টারে এই অভিযান চালান৷ ওই সময় কোয়ার্টারে ৩ GRP কনস্টেবল ও এক হোমগার্ড গাঁজা ভর্তি বস্তা নিয়ে বসেছিলেন৷ বদরপুর পুলিশ বস্তা থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে৷

জানা গেজে, বাজেয়াপ্ত গাঁজার ওজন ২৬ কেজি৷ কোয়ার্টারে তল্লাশি চালিয়ে নগদ ₹৪৬,৫০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷ OC সোমেশ্বর কোওঁর, মালুয়া PICP-র incharge SI দিবাকর গগৈ গাঁজা সহ পুলিশ কনস্টেবল সাগর মালাকার, অভিষেক চন্দ, যোগেশ্বর দাস ও হোমগার্ড দীপক মালাকারকে আটক করে থানায় নিয়ে আসেন৷

বদরপুর রেল কলোনির বাসিন্দাদের বক্তব্য, রক্ষকই যদি ভক্ষকের ভূমিকায় থাকেন তাহলে সাধারণ মানুষ যাবেন কোথায়! এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জনগণ৷ তাছাড়া রেল পুলিশ ও অসম পুলিশ প্রধান জিপি সিং-র কাছে বিহিত ব্যবস্থা নেওয়ার জোরালো আবেদন জানানো হয়৷

Show More

Related Articles

Back to top button