সলগই ব্রাঞ্চ পোস্ট মাস্টারকে বিদায় সংবর্ধনা

বাজারিছড়া : করিমগঞ্জ জেলার অন্তর্গত লোয়াইরপোয়া ব্লক এলাকার সলগই পোস্ট অফিসের ব্রাঞ্চ পোস্টমাস্টার লক্ষ্মীরানি বৈদ্য চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করায় তাঁকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করেছে স্থানীয় সামাজিক সংস্থা ভিজন অব আসাইঘাট সোশাল মিডিয়া প্যাজ গ্রুপ।
গ্রুপের কর্মকর্তারা সলগই পোস্ট অফিসে গিয়ে বিদায়ী পোস্টাল কর্মী লক্ষ্মী বৈদ্যকে ফুলের তোড়া, গামোছা এবং কিছু উপহার সামগ্রী দিয়ে বিদায় সংবর্ধনা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য্ ও দীর্ঘ জীবন কামনা করেছেন।
সংবর্ধনা পেয়ে লক্ষ্মী বৈদ্য আবেগিক হয়ে চোখের জল ঝরিয়ে বলেন, তিনি ১৯৮৩ সালে এই পোস্ট অফিসের দায়িত্ব নিয়ে সকলের আর্শীর্বাদে টানা ৪০ বছর যথাসাধ্য সুনামের সাথে চাকরি করে ১৪ আগস্ট (২০২৩) সরকারি নিয়মে অবসর গ্রহণ করেছেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন কলকাতার বাসিন্দা পার্থ চক্রবর্তী।
এদিন নবাগত ব্রাঞ্চ পোস্টমাস্টারকেও সংবর্ধনা জ্ঞাপন করেছেন ভিজন অব আসাইঘাট সোশাল মিডিয়া প্যাজ গ্রুপের কর্মকর্তারা।