সাঁতরে করিমগঞ্জে প্রবেশের পথে বিএসএফের হাতে ধৃত বাংলাদেশি
করিমগঞ্জ : কাজের সন্ধানে নদী সাঁতরে করিমগঞ্জে প্রবেশ করতে গিয়ে ভারতীয় সীমান্ত বাহিনীর হাতে ধরা পড়ল এক বাংলাদেশি৷ তাকে নদীতেই হাতেনাতে পাকড়াও করেছে বিএসএফ৷ বছর ৩৫-র যুবক সিলেট জেলার পিরেরচক গ্রামের সাহাব উদ্দিন৷ ঘটনাটি ঘটেছে শনিবার দিনের বেলা শহরের চড়াকুরি এলাকায়৷
বিসর্জনঘাটের ৪.৩৫ কিমি উন্মুক্ত, সীমান্তের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
প্রায়ই নদী সাঁতরে ভারতে প্রবেশের চেষ্টা চালাচ্ছে একাংশ বাংলাদেশি৷ শনিবার ফের এমন ঘটনা ঘটেছে৷ এদিন চড়াকুরি সীমান্ত দিয়ে নদী সাঁতরে করিমগঞ্জ প্রবেশের চেষ্টা চালায় সাহাব উদ্দিন৷ ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে ওঠে বিএসএফ৷ নদীতে নেমে তাকে আটক করেন তার কাছ থেকে একটি কাপড়ের ব্যাগ উদ্ধার হয়েছে৷ কাজের সন্ধানে সে ভারতে প্রবেশ করেছিল বলে জানিয়েছে বিএসএফ-কে৷ বর্তমানে ধৃত বাংলাদেশি সদর থানায় রয়েছে৷ রবিবার তাকে আদালতে তোলা হবে৷