Barak Valley

সাংবাদিকদের জন্য রেহাই মূল্যে রেল যাত্রার ব্যাবস্থা করতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র

শিলচর পিএনসি 7 সেপ্টেম্বর – সাংবাদিকদের জন্য রেহাই মূল্যের রেল ভ্রমণ ব্যাবস্থা পুনর প্রবর্তন করার ব্যাবস্থা করতে মূখ্য মন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানিয়েছে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা।
সংস্থার সভাপতি হারাণ দে বৃহস্পতিবার শিলচরে মূখ্য মন্ত্রীর কাছে একটি স্মারক লিপি হস্তান্তর করে এই দাবি জানিয়ে বলেন যে আগে সাংবাদিকদরা রেলে রেহাই মূল্যে ভ্রমণ করতে পারতেন। কাজেই এই ব্যাবস্থা পুনর প্রবর্তনের জন্য মূখ্য মন্ত্রী যেন রেল বিভাগকে চাপ দেন।
এই স্মারক লিপি তে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা যে সকল দাবি উত্থাপন করে এর মধ্যে রয়েছে সাংবাদিকদের জন্য জমি আবনটনের ব্যবস্থা করা এবং বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা ইত্যাদি।
মূখ্য মন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই স্মারক লিপি গ্রহন করেন।
কথা প্রসঙ্গে হারাণ বাবু মুখ্য মন্ত্রী কে কাছাড় ও গোলাঘাট জেলার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বারা মঞ্জুরি কৃত সৈনিক স্কুল দুটির নির্মাণ কাজ অবিলম্বে শুরু করার অনুরোধ জানান।

Show More

Related Articles

Back to top button