সাংবাদিকদের সঙ্গে এক যুবকের অশালীন আচরণ, উত্তপ্ত ইন্দিরা ভবন
করিমগঞ্জ : আজ ইন্দিরা ভবনে ছিল বিক্ষোভ সমাবেশ৷ জেলা কংগ্রেস সভাপতির আমন্ত্রণে শহরের সাংবাদিকরা খবর সংগ্রহের তাগিদে গিয়েছিলেন ইন্দিরা ভবনে৷ তিন তলার উপরে তখন মিটিং চলছিল৷ আমন্ত্রিত সাংবাদিকরা ভেতরে ঢুকতে গেলে এক যুবক তাদেরকে ঢুকতে বাধা দেয়, এমনকি ঠেলা ধাক্কা পর্যন্ত করে৷ এতে সাংবাদিকরাও ক্ষুব্ধ হয়ে ওঠেন৷ শুরু হয় উত্তেজনা৷ চিৎকার শুনে ছুটে আসেন রজত চক্রবর্তী, আমিনুর রশিদ, শাহাদত আহমেদ চৌধুরী, সোম শংকর বিশ্বাস, আশিষ দাস পুরকায়স্থ সহ দলের নেতারা৷ তাদের হস্তক্ষেপে বিষয়টি বেশিদূর গড়ায়নি৷ এদিকে, জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নির্দেশে ওই ছেলেটি সভার মধ্যে দাঁড়িয়ে সাংবাদিকদের কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়৷ এদিকে, অনেকেই এই ছেলেটিকে কংগ্রেস দলের নয় বলে দাবি করেন৷ এমন এক যুবক ইন্দিরা ভবনে গিয়ে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বসে দিব্যি গল্প করছে অথচ কেই তার পরিচয় দিতে পারেনি৷ এটাই সবচেয়ে আশ্চর্যের বিষয়৷ বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী৷