Barak Valley

সাংসদ হয়ে প্রথম কাজ হবে মন্দির উন্নয়ন : কৃপানাথ মালা

বারইগ্রাম : মন্দির আমাদের আস্থা, শ্রদ্ধা, বিশ্বাস ও পরিচয়ের সূত্র তাই মন্দিরের উন্নয়ন হচ্ছে আমার প্রথম কাজ৷ সাংসদ নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে জেলায় বাকি থাকা মন্দিরগুলো উন্নয়নের দিকে বিশাল পদক্ষেপ, আর আমি এই কাজ করবো৷ শনিবার বারইগ্রাম শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমে ঠাকুরের আশীর্বাদ নিতে এসে নিজের অভিমত ব্যক্ত করলেন সাংসদ তথা করিমগঞ্জের লোকসভার বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহ৷

তিনি বলেন, মোদিজি এবার লোকসভা নির্বাচনে ৪০০ পার করার যে আহ্বান জানান তাসফর করতে হলে ভোটের দিন ভোট কেন্দ্রে এসে ভোট দিতে হবে৷ এদিন আশ্রমের নানা সমস্যা তুলে ধরেন সম্পাদক তরুণ চৌধুরী ও স্থানীয় সমস্যা তুলে ধরেন দিলীপ শর্মা চৌধুরী৷ সাংসদ সহ বিজেপি নেতা সঞ্জীব বণিক, পৌর কমিশনার পার্থসারথি নাথকে উত্তরীয় পরিয়ে ও গুরুর ছবি দিয়ে বরণ করা হয়৷

স্থানীয়দের মধ্যে ছিলেন বাদল পাল, অরুণ চন্দ্র ধর, রঞ্জিতকুমার দাস, মলয় দাম, বাসন্তী দে, কৃষ্ণেন্দু কর, অজিত শুক্লবৈদ্য প্রমুখ৷

এদিন কুটরবন্দ গ্রামের নানা সমস্যা লিখিতভাবে তুলে ধরেন গ্রামের নাগরিকদের পক্ষে মনোতোষ দে৷ আশ্রমের পাশের গ্রামের বেহাল অবস্থা দেখতে সরজমিনে যান কৃপানাথ মালা৷ তখন গ্রামের নাগরিকদের মধ্যে রাস্তা সহ নানা সমস্যা তুলে ধরেন প্রবাল দাস, শঙ্কর রায়, দিবেশ দাস, সুবোধ রায়, সুদীপ দাস, ভাগবত রায়, সায়ন রায়, জুয়েল রায়, দেবজিত রায় প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button