Barak Valley

সাংস্কৃতিক মহাসংগ্রামে বরাকের মান রক্ষা করল করিমগঞ্জের সৌম্যজিত

করিমগঞ্জ : রাজ্য সরকারের আয়োজিত সাংস্কৃতিক মহাসংগ্রামে রবীন্দ্র সংগীত ‘ক’ বিভাগে গোটা রাজ্যের মধ্যে ১ম হয়েছে সৌম্যজিৎ মজুমদার৷ তিনি করিমগঞ্জ বনমালি রোডের বাসিন্দা৷ বৃহস্পতিবার গুয়াহাটি কলাক্ষেত্রে আয়োজিত সমাপণী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রী বিমল বরা, মন্ত্রী রঞ্জিত দাস ও মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়ার উপস্থিতিতে তাঁর হাতে পুরষ্কার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷ ওইসময় কলাক্ষেত্রে উপস্থিত ছিলেন করিমগঞ্জ বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য ও সৌম্যজিতের মাসি তথা সংগীত শিল্পী সুমিত্রা দাস৷

সৌম্যজিতের জয়ে খুশি ব্যক্ত করেছেন সুব্রত ভট্টাচার্য ৷ এক বিবৃতিতে বলেন, রবীন্দ্র সংগীত ‘ক’ বিভাগে রাজ্যে ১ম স্থান দখল করে করিমগঞ্জের মান বৃদ্ধি করেছে সৌম্যজিত৷ সে শুধু করিমগঞ্জ নয়, গোটা বরাকের নাম উজ্জ্বল করেছেন ওইদিন শংকরদেব কলাক্ষেত্রে সৌম্যজিতকে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানিয়েছেন সুব্রত ভট্টাচার্যও৷

Show More

Related Articles

Back to top button