সাংস্কৃতিক মহাসংগ্রামের অংশ গ্রহণ করার সময় সীমা ৫ নভেম্বর পর্যন্ত বর্ধিত
জনসংযোগ, হাইলাকান্দি, ২৯ অক্টোবর : রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা সঞ্চালকালয় থেকে আসাম সাংস্কৃতিক মহাসংগ্রাম শীর্ষক রাজ্য ভিত্তিক প্রতিযোগিতা ২০২৩-২৪ এ অংশ গ্রহণ করার জন্য আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবেদন পত্র জমা দেওয়া যাবে।
এমর্মে রাজ্যের প্রতি জেলা আয়ুক্ত কে জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিযোগীদের গ্রাম পঞ্চায়েত কার্যালয়, খণ্ড উন্নয়ন আধিকারিক এর কার্যালয় ও পুরসভা কার্যালয়ে ৫ নভেম্বর পর্যন্ত আবেদন পত্র জমা দেওয়া যাবে। ইতিমধ্যে এই প্রতিযোগিতা ২৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল। পরিবর্তিত আগামী ১০ নভেম্বর থেকে গ্রাম পঞ্চায়েত ও পুরসভার স্তরে এই প্রতিযোগিতা শুরু হবে।
৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিধানসভা পর্যায়ে , ২ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে এবং ২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যপর্যায়ের প্রতিযোগিতা চলবে। চূড়ান্ত প্রতিযোগিতা ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।এ ব্যাপারে বিশদ বিবরণের জন্য কন্ট্রোল রুমের নম্বর 8822611634 এবং 8822638011 এ যোগাযোগ করা যাবে বলে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।