Barak Valley

সিংলা নদীর বাঁধ পরিদর্শনে বিধায়ক বিজয় মালাকার

রামকৃষ্ণনগর : বরাক উপত্যকায় অব্যাহত বন্যার বিভীষিকা৷ বরাকের প্রায় প্রতিটি নদীর জল ভরে ওঠায় হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বরাক উপত্যকার সর্বত্র৷ এর ব্যতিক্রম নয় করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরও৷ রামকৃষ্ণনগর বিধানসভার বেশক’টি গ্রাম প্লাবিত হয়েছে৷ এতে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী৷

এদিকে, কলকাতা থেকে ফিরে শুক্রবার রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ছুটে যান বন্যাক্রান্ত এলাকাগুলোতে৷ দাঁড়ান বিপর্যস্ত মানুষের পাশে৷ পাশাপাশি বিধায়ক পরিদর্শন করলেন সিংলা নদীর পার্শ্ববর্তী নালারপার এলাকার নদী ভাঙন৷ এদিন তিনি বন্যায় ক্ষতি হওয়া ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা শুনেন৷ এই পরিস্থিতিতে বন্যার জলে সাঁতার কিংবা মাছ ধরতে না নামার আহ্বান জানিয়েছেন বিধায়ক বিজয় মালাকার৷ যদিও শুক্রবার দিনে বৃষ্টিপাত হয়নি

সাথে ছিলেন বিজেপি ভৈরবনগর মন্ডল সভাপতি হীরেশ বিশ্বাস, রাতাবাড়ি জেলা পরিষদের প্রাক্তন সদস্য আশীষ নাথ, রামকৃষ্ণনগর মন্ডল সহ সভাপতি দেবাশীষ দত্ত, জেলা বিজেপি কার্যকরী সদস্য সুব্রত দাস, মন্ডল সাধারন সম্পাদক পাপলু দত্ত, জেলা বিজেপি সহ সভাপতি অরূপ কুমার সিংহ, SC মোর্চা রামকৃষ্ণনগর মন্ডল সভাপতি রাহুল দাস, নয়াটিল্লা জিপি সভানেত্রীর প্রতিনিধি তারিণী রায়, শক্তিকেন্দ্র প্রমুখ কাজল দাস, যুবমোর্চা রামকৃষ্ণনগর মন্ডল সহ সভাপতি অনল রায় সহ দলীয় কার্যকর্তাবৃন্দ।

Show More

Related Articles

Back to top button