Updates

সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহারে জরিমানা হাইলাকান্দিতে

জনসংযোগ, হাইলাকান্দি : হাইলাকান্দি পৌরসভা এলকায় কেউ যদি সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার করে ধরা পড়েন তাহলে তাঁর কাছ থেকে জরিমানা আদায় করা হবে৷ হাইলাকান্দি পৌরসভার নির্বাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জনসাধারণকে ১২৫ মাইক্রোনের নীচে সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার না করার জন্য সতর্ক করে দিয়েছেন৷

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাট বাজার এলাকা, সমাজিক উৎসব অনুষ্ঠান এবং ধর্মীয় অনুষ্ঠানে কোনওভাবেই এ ধরনের প্লাস্টিক সামগ্রী ব্যবহার করা যাবে না৷ এ ধরনের প্লাস্টিক সামগ্রী ব্যবহার করে ধরা পড়লে সে ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হবে পৌরসভা নির্বাহী আধিকারিক সতর্ক করে দিয়েছেন৷

Show More

Related Articles

Back to top button