Barak Valley

সিপাহি বিদ্রোহের পটভূমি করিমগঞ্জের মালেগড় টিলায় যথাযোগ্য মর্যাদায় পালিত শহিদ দিবস

  • অনুপস্থিত শাসক, বিরোধী নেতারা
  • ১৮ ডিসেম্বর স্থানীয় ছুটি ঘোষণার দাবি পাটকাই ট্রেকার্সের

করিমগঞ্জ : যথাযোগ্য মর্যাদায় অন্যান্য বছরের মতো এ বছরও সিপাহি বিদ্রোহের পটভূমি করিমগঞ্জের লাতু মালেগড় টিলায় পালিত হয়েছে শহিদ শ্ৰদ্ধাঞ্জলি দিবস।

করিমগঞ্জ জেলা প্রশাসন, সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৬ নম্বর ব্যাটালিয়ন এবং স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রেকার্সের যৌথ আয়োজনে মালেগড়-যুদ্ধের ১৬৫-তম বর্ষে দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় শহিদ শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠান।

এদিন সকাল ১০টায় ২৬ বীর সেনানির শহিদবেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান অতিরিক্ত জেলাশাসক মিনার্ভা দেবী, ১৬ নম্বর বিএন বিএসএফ-এর সহ-অধিনায়ক অরুণ কুমার, সার্কল অফিসার জয় ক্রিস্টিনা নামলাই সহ অন্যরা।

স্মৃতিসৌধে ১৬৫টি প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজন করা হয়েছিল সর্বধর্ম প্রার্থনা সভার। বীর শহিদদের গার্ড অব অনার প্রদান করেছেন সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা।

মালেগড়কে পর্যটনের মানচিত্রে অন্তর্ভুক্ত করে ১৮ ডিসেম্বর স্থানীয় ছুটি ঘোষণা করার দাবি জানান পাটকাই ট্রেকার্সের আহ্বায়ক অরুপ রায়। সংক্ষিপ্তভাবে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন।

Show More

Related Articles

Back to top button