Barak Valley
সিপিনজুরির অচলাবস্থা কাটবে শীঘ্রই, আশাবাদী কৃষ্ণেন্দু
পাথারকান্দি : সিপিনজুরি বাগানের অচলাবস্থা কাটতে মঙ্গলবার বাগানের স্টাফ, সাব স্টাফ, বাগান পঞ্চায়েত সহ অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে এক জরুরী বৈঠকে অংশগ্রহণ করেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷ যেকোনও প্রকারে এবং দ্রুততার সঙ্গে এই অচলাবস্থা কাটানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে৷ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী করিমগঞ্জের জেলা আয়ুক্তের সঙ্গে আলোচনাক্রমে গোটা সমস্যার আশু সমাধানের প্রতিশ্রুতি দেন বিধায়ক৷ জেলা শাসকের সঙ্গে আলোচনাক্রমে দ্রুত সিদ্ধান্ত নিয়ে যাবতীয় জটিলতার সমাধান হবে তিনি আশাবাদী, জানিয়েছেন বিধায়ক৷