Barak Valley

সিলেটি রত্ন পুরষ্কার টিম করিমগঞ্জের সিইওকে

করিমগঞ্জ : ভাল কাজের উপহার পেলেন টিম করিমগঞ্জের কর্ণধার ঋষিরাজ ভট্টাচার্য৷ করিমগঞ্জের প্রচুর বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তিনি৷ সমাজের কাজেও নিয়োজিত রয়েছেন৷ তার বিশেষ কর্ম দক্ষতার জন্য সর্বভারতীয় সিলেটি ফোরাম ট্রাস্টের পক্ষ থেকে সিলেটি রত্ন পুরষ্কার দিয়ে সম্মানিত করা হল৷ শুক্রবার দুপুরে ট্রাস্টের প্রতিনিধিরা টিম করিমগঞ্জের কার্যালয়ে হাজির হয়ে তাঁর হাতে পুরষ্কার তুলে দেন৷ একই সঙ্গে সংবর্ধনা দেওয়া হয় টিম করিমগঞ্জের প্রতিষ্ঠাতা সদস্য মনিদীপ্ত দাস, নির্মলজ্যোতি বৈদ্য, অলোক দেব ও ঋষব ভট্টাচার্যকে৷

এদিন টিম করিমগঞ্জের কার্যালয়ে সভায় ট্রাস্টের পক্ষ থেকে সিক্তা দাসগুপ্ত বলেন, টিম করিমগঞ্জ জেলায় সামাজিক ক্ষেত্রে উল্লেখনীয় কাজ করে যাচ্ছে৷ সিইও ঋষিরাজ ভট্টাচার্য মাত্র কয়েকজন যুবককে নিয়ে শুরু করা এই প্রতিষ্ঠানের নাম বছর কয়েকের মধ্যে গোটা দেশে ছড়িয়ে পড়েছে৷ সভায় সিইও ঋষিরাজ ভট্টাচার্য বলেন, সর্বভারতীয় সিলেটি ফোরাম ট্রাস্টের পক্ষ থেকে এমন সংবর্ধনা পেয়ে তিনি অত্যন্ত খুশি,গর্বিত৷ তিনি এদিন জনগণের পাশে সবসময় থাকার অঙ্গীকার করেন৷ সভায় ট্রাস্টের পক্ষে ছিলেন, মৌটুসী দেব, মুক্তি ভট্টাচার্য দে প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button