সীমান্ত চেতনা মঞ্চের বসন্ত উৎসব
করিমগঞ্জ : করিমগঞ্জ বসন্ত উৎসবে মাতল সীমান্ত চেতনা মঞ্চ৷ মঞ্চের উত্তর করিমগঞ্জ শাখার উদ্যোগে শনিবার জাঁকজমকের সঙ্গে বসন্ত উৎসবের আয়োজন করা হয়৷ স্থানীয় ক্লাব আকাঙ্খায় আয়োজিত অনুষ্ঠানে ভারত মাতার পূজা ও প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্য অতিথি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ স্বাগত ভাষণে উপস্থিত মুখ্য অতিথি আমন্ত্রিত নৃত্য শিল্পী সহ সকলকে স্বাগত জানান মঞ্চের সভাপতি গৌতম দে৷ মুখ্য অতিথি সহ ক্লাব আকাঙ্খার সভাপতি রাকেশ মালা, নৃত্যগুরু মৌঝুরি বিশ্বাস, ময়ূরাক্ষী বিশ্বাস, জয়শ্রী দেব ও কাকলি দে, বাপ্পন দেবকে মঞ্চে বরণ করা হয়৷ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বসন্ত উৎসবের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন এবং মঞ্চের প্রশংসা করে সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন৷
শুরুতেই নৃত্যের মাধ্যমে রাধাকৃষ্ণের দোল উৎসব মঞ্চস্থ হয়৷ একে একে নৃত্য কলাক্ষেত্র, সরগম সঙ্গীত বিদ্যালয়, বাগেশ্রী নৃত্যালয় এবং সবশেষে পতঞ্জলি যোগের বিভিন্ন নৃত্যকলা পরিবেশন করা হয়৷ সব শেষে সমবেত ধামাইল নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের ইতি ঘোষণা করা হয়৷ উপস্থিত ছিলেন বাপি সেন, স্বপ্নজিৎ নাথ, মণীশ শুক্রবৈদ্য, সীমা নন্দী ভূঞা, মিনা দত্ত, পায়েল নাথ, সবিতা দাস, গীতা ধুবি, সুমা দাস, সুবাস রায়, পরেশ রায়, সাংকুল রায়, সোমা দেব সাহা৷