Barak Valley

সুতারকান্দি-কুরিখালা জিপিতে চলছে তীব্র বিদ্যুৎ সংকট

করিমগঞ্জ : সুতারকান্দি-কুরিখালা জিপিতে দেখা দিয়েছে তীব্র বিদ্যুৎ সংকট৷ ল’ভল্টেজের জন্য নাজোহাল এলাকার জনগণ৷ এ নিয়ে সরব NSUI. বিদ্যুৎ বিভাগের করিমগঞ্জ কার্যালয় SDO-র সঙ্গে NSUI-র প্রদেশ সম্পাদক শুভজিত চক্রবর্তী সহ এক প্রতিনিধি দল দেখা করে অভিযোগ জানায়৷

প্রতিনিধি দল জানায়, ওই বৃহত্তর এলাকায় ভল্টেজ কম থাকার কারণে ফ্যান যেমন চলছে না তেমনি বাল্বের আলোও অত্যন্ত কম৷ অথচ বিল আসছে অনেক বেশি৷ বৃহস্পতিবার দুপুরে সুতারকান্দি-কুরিখালা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি সহ অন্যদের সঙ্গে নিয়ে ASEB-র SDO-র সঙ্গে দেখা করেন NSUI-র প্রদেশ সম্পাদক শুভজিৎ চক্রবর্তী সহ অন্যরা৷ SDO-কে বিদ্যুৎ বিভ্রাটের কথা জানিয়ে ভোল্টেজ বৃদ্ধির জন্য পদক্ষেপ নেওয়ার দাবি জানান৷

বর্তমান সময়ে তাপমাত্রা যখন ৩৭ ডিগ্রি তখন এলাকায় বিদ্যুৎ নেই৷ গরমে মানুষের প্রাণ যায় যায় অবস্থা৷ ভোল্টেজ কম থাকায় মানুষ পুরো নাজোহাল৷ হাতপাখা ব্যবহার করেই মানুষ গরম থেকে পরিত্রাণ খোঁজছেন৷ এদিন তারা ভোল্টেজ সমস্যা ছাড়াও অন্যান্য বিষয়ে কথা বলেন৷

Show More

Related Articles

Back to top button