Barak Valley
সুপনারগুলে হেরোইন সহ গ্রেফতার ২
ধৃতের বিরুদ্ধে NDPS Act-এর নির্দিষ্ট ধারায় মামলা
মাইজগ্রাম : শনিবার ফের নেশার বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য পেয়েছে সদর পুলিশ৷ করিমগঞ্জের মাইজগ্রামের সুপনারগুল এলাকা থেকে হেরোইন সমেত গ্রেফতার করা হয়েছে ২ পাচারকারীকে৷ ধৃত ২ পাচারকারী হল প্রকাশপুর গ্রামের সুধাংশু পালের পুত্র সুমন পাল এবং সজপুর গ্রামের আরজান আলির পুত্র ফরিদ উদ্দিন৷
করিমগঞ্জ সদর থানার অধীনে থাকা সুপনারগুল গ্রাম থেকে মাদকের চালান লেনদেন করার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় ২ পাচারকারীকে৷ তাদের কাছ থেকে ২টি প্যাকেটে ১২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে৷ মাদক আইনে মামলা রুজু করে দু’জনকে গ্রেফতার করা হয়েছে৷ মোবাইলের সূত্র ধরে পুলিশের তদন্ত চলছে৷