Barak Valley

সুপ্রাকান্দিতে চক্ষু পরীক্ষা শিবির কাল

সুপ্রাকান্দি : লায়ন্স ক্লাব অফ করিমগঞ্জ ও লিও ক্লাব অফ করিমগঞ্জ-র পরিচালনায় এবং জেলা অন্ধত্ব নিবারণ সমিতির সহযোগিতায় আগামী ৮ আগস্ট বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে৷ প্রয়াত প্রভাদেবী রায়ের স্মৃতিতে স্থানীয় সুপ্রাকান্দি পল্লীমঙ্গল জুনিয়র কলেজে সকাল ১০টা-১২:৩০টা পর্যন্ত এই শিবির অনুষ্ঠিত হবে৷ শিবিরে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন লায়ন্স ক্লাবের পক্ষে জগদীশ বণিক৷

Show More

Related Articles

Back to top button