সুরক্ষিত শৈশব সোনালী অসম কার্যসূচির অধীনে করিমগঞ্জের চা বাগানগুলিতে শিশু সুরক্ষায় সচেতনতা

জনসংযোগ, করিমগঞ্জ, ২৫ জুলাই : সুরক্ষিত শৈশব সোনালী অসম কার্যসূচীর অধীনে করিমগঞ্জ জেলায় জেলা শিশু সুরক্ষা বিভাগ থেকে বিভিন্ন সচেতনতামূলক কার্যসূচী অনুষ্ঠিত হচ্ছে। এরই অধীনে ২২ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত করিমগঞ্জ জেলার চা বাগানগুলিতে শিশু সুরক্ষার জন্য সচেতনতামূলক কার্যসূচী হাতে নেওয়া হয়েছে। এতে ২২ জুলাই জেলার লঙ্গাই চা বাগানে এই সচেতনতা কার্যসূচির সূচনা করা হয়েছে। এর সঙ্গে সিংলাছড়া চা বাগান, হাতিখিরা চা বাগান, হাতিখিরা ২০ নম্বর ডিভিশন চা বাগান, ইছাবিল, সেফিনজুরি, কালাছড়া, ভূবরিঘাট, এওলাবাড়ি, দামছড়া, বিদ্যানগর ও কালিনগর চা বাগানে শিশু সুরক্ষায় সচেতনতামূলক কার্যসূচি চলবে। উল্লেখ্য ৯০ দিনব্যাপী চলা শিশু সুরক্ষার এই কার্যসূচিতে জেলায় পথ নাটক, প্রচার ভ্যান, গ্রীষ্মকালীন কর্মশালা ইত্যাদি বিভিন্ন মাধ্যমে সচেতনতা কার্যসূচী চলছে। এতে জেলা শিশু সুরক্ষা বিভাগ থেকে জেলাবাসিকে শিশুদের প্রতি যত্নশীল হতে এবং শিশু সুরক্ষার বার্তা প্রচার ও পালনে সহযোগিতা করতে আহ্বান জানানো হয়েছে।