সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টের লেফটেন্যান্ট হলেন করিমগঞ্জের মিশন-তনয় মৈত্রায়ন দাস
করিমগঞ্জ : সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে যোগ দেবেন করিমগঞ্জের মৈত্রায়ন দাস৷ গত ১ জুন নিয়োগ পত্র হাতে পান তিনি৷ দেরাদুনের ইন্ডিয়ান মেলেটারি অ্যাকাডমিতে শনিবার এ উপলক্ষে ‘পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠিত হয়৷ ৮ নং গোর্খা রেজিমেন্টের ৬ নং ব্যাটেলিয়নে লেফটেন্যান্ট পদে যোগ দেবেন তিনি৷ আগামী ১৩ জুলাই পাঞ্জাবের গুরুদাসপুরে চাকরিতে যোগ দেবেন৷ এর আগে ২৯ জুন শিলংয়ে ওরিয়েন্টশন প্রোগ্রামে যোগ দেবেন৷
উল্লেখ্য, মৈত্রায়ন ASTC chairman মিশনরঞ্জন দাস ও বিরোজা সুন্দরী বালিকা বিদ্যালয়ের অধ্যাক্ষা সুস্মিতা দাসের একমাত্র পুত্র৷ মৈত্রায়ন ২০২৪-র ১৯ জুলাই দেরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মেলেটারি কলেজে ভর্তি হন ৮ম শ্রেণিতে৷ সেখান থেকে উচ্চতর মাধ্যমিকে পাশ করে NDA-তে যোগ দেন৷ পরে IMA-তে ১ বছরের service training শেষে ১০ বছরের সাধনায় সফল হন৷ শনিবার দেরাদুনে আয়োজিত ‘পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে স্ত্রী, কন্যাকে নিয়ে উপস্থিত ছিলেন ASTC chairman. মিশন পুত্রের এই সাফল্যে সংশ্লিষ্ট মহলে খুশির জোয়ার বইছে