Barak Valley

সোনাইয়ে বিষাক্ত ‘সাকার মাইথ ক্যাট ফিস’ উদ্ধার

সোনাই : সোনাইর রুকনি নদীতে মাছ শিকার করতে গিয়ে নগদিরগ্রাম ৩য় খণ্ডের এক ব্যক্তির জালে ধরা পড়ল ‘সাকার মাউথ ক্যাট ফিস’ নামের বিষাক্ত মাছ৷ এই মাছ যেখানে থাকে সেখানে অন্য মাছ ক্রমে ধ্বংস হয়ে যায়৷

শনিবার উদ্ধার হওয়া মাছের ছবি social media-য় viral হতেই চর্চা শুরু হয় সোনাই জুড়ে৷ এই মাছটি আসলে অ্যামাজন নদীতে বেশি পাওয়া যায়৷ সমুদ্রে বংশ বিস্তার করে৷ বিগত বন্যায় বাংলাদেশের সুরমা, কুশিয়ারা, বুড়িগঙ্গা নদীতে প্রবেশ করে এই বিষাক্ত মাছের দল৷ আর সেখান থেকেই বরাক নদী হয়ে বিষাক্ত মাছটি বরাকের উপনদী সোনাই হয়ে রুকনি নদীতেও পৌঁছে গেছে৷ মাছটি শুকনো স্থানে বেশ ক’দিন জীবিত থাকতে পারে৷ ৬-৮ মাস শুকনো স্থানে বাস করতে সক্ষম এই বিশেষ মাছটি৷ সম্পূর্ণ শুকিয়ে গেলেও এক ফুটো জল মুখে দিলে নড়ে উঠে মাছটি৷

এই মাছটি জালে ধরা পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এই মাছ সম্পর্কে তথ্য জানা অনেকেই৷ কারণ, এই মাছ সবধরনের পোনা মাছকে গিলে ফেলতে সক্ষম৷

Show More

Related Articles

Back to top button