সোয়াইন ফ্লু : করিমগঞ্জে সতর্কতা জারি স্বাস্থ্য বিভাগের
জনসংযোগ, করিমগঞ্জ : পার্শ্ববর্তী জেলাগুলিতে সোয়াইন ফ্লু সম্পর্কিত সাম্প্রতিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এ রোগের সম্ভাব্য বিস্তার প্রশমিত করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে৷ এ বিষয়ে বিভাগ থেকে জনসচেতনতার জন্য সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হয়েছে৷
এতে জানানো হয়েছে, শূকর থেকে রোগের সংক্রমণ রোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য৷ সংক্রমণের ঝুঁকি কমতে শূকর থাকার স্থানে পরিচ্ছনতা বজায় রাখুন৷ এ ছাড়াও শূকর পালনের সঙ্গে জড়িত কৃষক এবং ব্যক্তিদের যথাযথ টিকাদানের ব্যবস্থা গ্রহণ করা উচিত৷ ব্যক্তি থেকে শূকরের মধ্যে ভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ সংক্রামিত ব্যক্তি থেকে সমাজের সুস্থ সদস্যদের মধ্যে সোয়াইন ফ্লু ছড়ানো প্রতিরোধ করার জন্য সতর্কতা অবলম্বন করুন৷ সংক্রমণের মাত্রা প্রতিরোধ করার জন্য রোগীকে পৃথকভাবে রেখে চিকিৎসা করা উচিত৷ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী রোগীর চিকিৎসা করার সময় মাস্ক, চশমা, এপ্রোন, গ্লাভস ইত্যাদি পরিধান করতে হবে৷ বিশেষ করে সংক্রামিত রোগীদের শুশ্রূষা করার পর প্রত্যেক ব্যক্তিকে পরিষ্কারভাবে হাত-পা ইত্যাদি ধুতে হবে৷