সৌম্যজিৎকে সংবর্ধনা বিভিন্ন সংগঠনের
করিমগঞ্জ : অসম সাংস্কৃতিক মহাসংগ্রামে রাজ্য পর্যায়ে রবীন্দ্র সংগীতে ১ম পুরষ্কার লাভ করে গুয়াহাটি থেকে করিমগঞ্জে এসেছে সৌম্যজিৎ মজুমদার৷ শিল্পীকে বনমালিবাসীর পক্ষ থেকে সংবর্ধনা জানান ওয়ার্ড কমিশনার বিক্রম দাস৷ ‘গীতবিতান’-র পক্ষ থেকে সংবর্ধনা জানান বিষ্ণুপদ নাগ এবং সপ্তসুরের পক্ষ থেকে রাজলক্ষ্মী দাস সহ অন্য সদস্যরা৷ উল্লেখ্য, সৌম্যজিৎ রবীন্দ্র সংগীতে পৌরসভা ভিত্তিক প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে৷ LAC ভিত্তিক প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করে এবং জেলা ভিত্তিক প্রতিযোগিতায় ভিত্তিক প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করার পর রাজ্য পর্যায়ে ৭ ফেব্রুয়ারিভিত্তিক প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে৷ গত ৮ ফেব্রুয়ারি গুয়াহাটির শংকরদেব কলাক্ষেত্রে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তার হাতে পুরষ্কার ও মানপত্র তুলে দেন৷ তার এই সাফল্যে করিমগঞ্জের সঙ্গীত মহল আনন্দিত৷