Barak Valley
স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে করিমগঞ্জে ডাক কর্মীদের তেরঙ্গা মিছিল
করিমগঞ্জ : স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে করিমগঞ্জ শহর পরিক্রমা করলেন ডাক বিভাগের আধিকারিক, কর্মী ও এজেন্টরা৷ হর ঘর তিরঙ্গা কর্মসূচির বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে শনিবার সকালে এক মিছিল বের করা হয় ডাক বিভাগের তরফে৷ টাউন কালীবাড়ি রোডস্থিত প্রধান ডাকঘর থেকে মিছিল বেরিয়ে শহরের ডাকবাংলো রোড ধরে প্রধান সড়ক পরিক্রমা করে৷ মিছিল শহরের প্রধান সড়ক পরিক্রমার পর ফের বিভাগীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়৷
বিভাগের তরফে মিছিলে পা মেলান পোস্ট মাস্টার গৌতম চন্দ, ইন্সপেক্টর ড. অজয় বর্মণ৷ এছাড়াও এজেন্টদের মধ্যে শ্যামল চক্রবর্তী, স্নেহাশিস মজুমদার, শ্যামেন্দ্র চক্রবর্তী প্রমুখ৷