Barak Valley
স্বাধীনতা সংগ্রামীদের করিমগঞ্জ পৌরসভার সম্মাননা
করিমগঞ্জ : করিমগঞ্জ পৌরসভার তরফে ৭৭তম স্বাধীনতা দিবস পালন করা হল নানা কার্যসূচির মধ্য দিয়ে৷ সকালে পতাকা উত্তোলন করেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব৷ পরবর্তীতে পৌরসভা কার্যালয়ে স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা জানানো হয়৷ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান মিশনরঞ্জন দাস, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, উপ-পৌরপতি সুখেন্দু দাস সহ অন্যদের উপস্থিতিতে পৌরসভা আওতাধীন এলাকায় স্বাধীনতা সংগ্রামীদের সম্মাননা প্রদান করা হয়৷
স্বাধীনতা সংগ্রামী অনেকেই জীবিত না থাকায় পরিবারবর্গের লোকেরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্মান স্মারক গ্রহণ করেন৷