স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন রবীন্দ্রসদন কলেজে
করিমগঞ্জ : রবীন্দ্রসদন কলেজে শনিবার যথাযোগ্য মর্যাদায় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উদযাপন করা হয়৷ শুরুতে প্রদীপ প্রজ্বলন ও বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়৷
উদ্বোধনী সঙ্গীতের পর কলেজের অধ্যক্ষ ড. অশোক কুমার দাস তাঁর বক্তব্যে বিবেকানন্দের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন৷ পাশাপাশি তিনি ছাত্রীদের স্বামীজির ভাবনায় অনুপ্রাণিত হতে বলেন৷ দর্শন বিভাগের অধ্যাপক ড. সুধীর চক্রবর্তীও তাঁর বক্তব্যের মাধ্যমে ছাত্রীদের বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান৷
এছাড়াও বক্তব্য পেশ করেন ইতিহাস বিভাগের প্রধান ড. রাজদীপ চন্দ৷ তিনি তাঁর বক্তব্যে বিবেকানন্দের জাতীয়তাবাদী ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন৷ বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে সঙ্গীত পরিবেশন করেন সংস্কৃত বিভাগের প্রধান ড. সারদামণি দাস৷
এদিন উপস্থিত ছিলেন কলেজের সব অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্রী ও কর্মীরা৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. রাজদীপ চন্দ ও ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপিকা প্রজ্ঞা অন্বেষা৷ অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষক ও ছাত্রীরা বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আয়োজিত মিছিলে অংশগ্রহণও করে৷