Assam

স্মার্ট মিটার ও বিদ্যুৎ খন্ড বেসরকারিকরণের বিরুদ্ধে বিশাল গ্রাহক সমাবেশ গুয়াহাটিতে

  • মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লক্ষ লক্ষ গ্রাহককে স্বাক্ষরিত স্মারকপত্র প্রদান
  • গুয়াহাটিতে বিদ্যুৎ গ্রাহক সমাবেশে শিলচরের সংগঠনও

শিলচর : শুক্রবার গুয়াহাটির লক্ষীধর বরা ক্ষেত্রেমাল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যুতের মাশুল বৃদ্ধি রোধ, প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহার ও বিদ্যুৎ খন্ডের বেসরকারিকরণের চক্রান্ত বন্ধের দাবিতে এক বিশাল গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সংগঠনের পক্ষ থেকে গত সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের বিভিন্ন জেলার গ্রাম, শহর ও প্রত্যন্ত অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে উপরোক্ত দাবির সমর্থনে স্বাক্ষর সংগ্রহ করা হয়৷ এই অভিযানে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয়৷ এদিন বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবিতে লক্ষ লক্ষ জনগণের স্বাক্ষর সম্বলিত স্মারকপত্র সংগঠনের অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য, জিতেন্দ্র চালিহা, শিশির কাকতি ও ইয়াসির সভাপতি সঞ্জীব রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে প্রদান করেন৷

এ দিকে, বিদ্যুৎ গ্রাহক সমাবেশে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি সমর সিংহ৷ বিদ্যুৎ গ্রাহক আন্দোলনের বিশিষ্ট নেতা অজিত আচার্যের সভাপতিত্বে পরিচালিত সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন APDCL-র ডেপুটি জেনারেল ম্যানেজার বিমল দাস৷ সংগঠনের অন্যতম আহ্বায়ক অজয় আচার্য, অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কো-অর্ডিনেশন কমিটির প্রবীণ সদস্য নির্মল কুমার দাস, ফোরাম ফর সোশ্যাল হারমনি’র অরিন্দম দেব প্রমুখ৷

সমাবেশে ঘন ঘন বিদ্যুৎ মাশুল বৃদ্ধি বন্ধ করা, প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহার করা ও বিদ্যুৎ খন্ডের বেসরকারিকরণের চক্রান্ত বন্ধের দাবিতে শক্তিশালী প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার পক্ষে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়৷ মুখ্য বক্তার ভাষণে সমর সিংহ বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে যে দেশপ্রেমিক চেতনা ও জাগরণ গোটা দেশে তৈরি হয়েছিল এর চাপে সেদিন জল ও অক্সিজেনের মতো আধুনিক জনজীবনের অপরিহার্য প্রয়োজন হিসাবে গ্রাহকদের ক্রয় ক্ষমতার মধ্যে বিদ্যুতের মাশুল সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ কিন্তু আজ সরকারের অত্যাবশ্যকীয় সেবা হিসাবে বিবেচিত ও জনসাধারণের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা বিদ্যুতের বিশাল পরিকাঠামো ব্যক্তি মালিকের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছেন সরকারের এই চূড়ান্ত জনবিরোধী নীতি ও চক্রান্ত প্রতিহত করতে তিনি প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷

উদ্বোধনী সভায় বিমল দাস APDCL-র অদক্ষতা, দায়িত্বহীনতা ও ব্যর্থতা বিষয়ে আলোকপাত করেন এবং জনগণের অর্থ লুন্ঠনের যন্ত্র প্রিপেড স্মার্ট মিটারের ভয়াবহতা সম্পর্কে অবগত করান৷ নির্মল কুমার দাস তাঁর বক্তব্যে বলেন, বিদ্যুতের অধিকার জনগণের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, কর্পোরেটদের স্বার্থে সরকার এই অধিকার খর্ব করতে চাইছে৷

Show More

Related Articles

Back to top button