Barak Valley

স্লো লরিস উদ্ধার পাঁচগ্রামে, বন বিভাগকে হস্তান্তর

পাঁচগ্রাম : পাঁচগ্রামে উদ্ধার বিপন্ন প্রজাতির প্রাণী স্লো লরিস৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ জানা গেছে স্থানীয়রা বৃহস্পতিবার রাতে আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর পাঁচগ্রামস্থিত বাসভবনের বাগানে দেখতে পান বিপন্ন প্রজাতির প্রাণীটিকে৷ পরে স্থানীয়রা সেটাকে সমঝে দেন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীকে৷ বিধায়ক রাতে সেটাকে খাঁচায় বন্দি করে রাখেন৷ শুক্রবার সকালে বিষয়টি জানান বন বিভাগকে৷

পাঁচগ্রাম বন বিভাগের বন আধিকারিক দেবাশিস নাথ ও বিট অফিসার সুবিনয় দেব জানান, উদ্ধার হওয়া প্রাণীটির নাম স্লো লরিস৷ বাদামি পশম ও কালো ছোপ দিয়ে ঘেরা বিশাল চোখ৷ দেখতে প্রায় লজ্জাবতী বানরের মতো৷ শনিবার স্লো লরিসটিকে তাঁরা চিকিৎসকের কাছে নিয়ে যাবেন৷ এবং পরবর্তীতে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে৷

বিট অফিসার সুবিনয় দেব আরও বলেন, এই প্রাণী খুবই বিষাক্ত৷ কামড় দিলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে৷ বিশেষ করে উত্তর-পূর্ব, ত্রিপুরা ও বাংলাদেশের বিভিন্ন জঙ্গলে মাঝে মাঝে এর দেখা মেলে৷

Show More

Related Articles

Back to top button