Barak Valley

হাইলাকান্দিতেও তরুণ রাম ফুকনের ওপর প্রতিযোগিতার জন্য রচনা আহ্বান

জনসংযোগ, হাইলাকান্দি, ২৩ জুন : রাজ্য সরকারের উদ্যোগে হাইলাকান্দি জেলার ছাত্র-ছাত্রীদের কাছ থেকে দেশভক্ত তরুণ রাম ফুকনের জীবন ও কর্মের উপর প্রতিযোগিতার জন্য রচনা আহবান করা হয়েছে। ছাত্রছাত্রীরা তিনটি পর্যায়ে এই রচনা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত ৮০০ শব্দের মধ্যে বিষয় তরুণ রাম ফুকন জীবন এবং কর্ম , ক্লাস নাইন থেকে টুয়েলভ ১০০০ শব্দের মধ্যে বিষয় স্বাধীনতা সংগ্রামে তরুণ রাম ফুকনের ভূমিকা । ডিগ্রী পর্যায়ে ১২০০ শব্দের মধ্যে বিষয় অসমীয়া সাহিত্যে তরুণ রাম ফুকনের অবদান। রচনা বাংলা,ইংরেজি অসমীয়া, হিন্দি এবং বড়ো ভাষায় লেখা যাবে। আগামী ২৬ জুনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে রচনা হাইলাকান্দি জেলার সমগ্র শিক্ষার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার গৌতম দেব অথবা ইন্সপেক্টর অব স্কুলের হেড অ্যাসিস্ট্যান্ট এর কাছে জমা দিতে হবে। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা দেওয়া হবে। উল্লেখ্য এই প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলী ইতিমধ্যে হাইলাকান্দি জেলার সব কলেজের প্রিন্সিপাল, হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল সহ ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার এবং ডেপুটি ইন্সপেক্টর অব স্কুলসের কাছে পাঠিয়ে দিয়েছেন হাইলাকান্দির এডিসি তথা ইন্সপেক্টর অফ স্কুলস ত্রিদিব রায়।

Show More

Related Articles

Back to top button