Barak Valley

হাইলাকান্দিতেও শুরু মিশন ইন্দ্রধনুষ ৫.০

জনসংযোগ, হাইলাকান্দি : হাইলাকান্দি জেলায় পঞ্চম পর্যায়ের মিশন ইন্দ্রধনুষ টিকাকরণের প্রথম রাউন্ড সোমবার থেকে শুরু হয়েছে। নিয়মিত টিকাকরণ থেকে বাদ পড়া, আংশিক টিকাকরণ এবং গর্ভবতী মহিলাদের চলতি পঞ্চম পর্যায়ের প্রথম রাউন্ডে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত টিকাকরণ করা হবে।

হাইলাকান্দি শহরের আরবান হেলথ সেন্টারে সোমবার জেলাশাসক নিসর্গ হিভারে দু বছরের একটি শিশু ভাগ্যশ্রী দাসকে ড্রপ খাইয়ে টিকাকরণ অভিযানের উদ্বোধন করেন। স্বাস্থ্য বিভাগ থেকে প্রচারিত এক আবেদনে এই টিকাকরণের স্থান জানতে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র অথবা এএনএম অথবা অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Show More

Related Articles

Back to top button