হাইলাকান্দিতে অমৃতবৃক্ষ আন্দোলনে চারাগাছ লাগানো শুরু

হাইলাকান্দি : হাইলাকান্দি জেলায় অমৃতবৃক্ষ আন্দোলন কর্মসূচিতে ৫ লক্ষ চারাগাছ লাগানোর কাজ শুরু হয়েছে৷ বৃহস্পতিবার হাইলাকান্দি সার্কিট হাউসে চারা গাছ লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিডিসি এল্ডাড ফাইরিম৷ উদ্বোধনী অনুষ্ঠানে নগর জীবিকা মিশনের SHG কর্মকর্তারা তাদের মাকে নিয়ে ‘एक पेड़ माँ के नाम’ শীর্ষক কর্মসূচিতে গাছের চারা লাগান৷ উল্লেখ্য, আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলায় ৪.৮৫ হাজার চারা গাছ লাগানোর লক্ষ্য মাত্রা ধরা হয়েছে৷ এই অনুষায়ী regn. আগামী ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে৷ Portal https://aba.assam.gov.in/welcome regn. করে বনবিভাগ থেকে প্রাপ্ত চারাগাছটি tag যুক্ত করা এবং সময় মোহর থাকা গাছের চারা সহ selfie অমৃত বৃক্ষ আন্দোলন mobile app বা web portal-এ আগামী ১৫ আগস্ট পর্যন্ত upload করতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে৷ Photo Upload করার portal : aba.assam.gov.in অথবা https://merlife.nic.in এই কর্মসূচির জন্য জেলার সব বিভাগে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ইতিমধ্যে ধার্য করা হয়েছে৷ এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে ডিডিসি ফাইরিম এবং ডিভিশনাল ফরেস্ট অফিসার অখিল দত্ত জলবায়ু ও আবহাওয়া পরিবর্তন রোধকল্পে চারাগাছ লাগিয়ে সবুজায়ন গড়ে তোলার উপর জোর দেন৷