Barak Valley
বদরপুর বাজার মন্দিরে হনুমান জয়ন্তী উদযাপন

বদরপুর : বদরপুর বাজারে হনুমান মন্দিরে বিশ্বহিন্দু পরিষদ বদরপুর প্রখন্ডের উদ্যোগে শুক্রবার হনুমান জয়ন্তী উদযাপন করা হয়৷ সন্ধ্যা ৫:৩০ মিনিট থেকে ৫ জন বেদজ্ঞ ব্রাহ্মণ এই হনুমান মন্দিরে মঙ্গলারতি, পূজার্চনা, হনুমান চালিসা পাঠ করেন৷ পরে ভক্তদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়৷
এ দিন ৫ ব্রাহ্মণকে সংবর্ধনা জানানো হয় বদরপুর বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে৷ প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ভক্তপ্রাণ জনগণের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয় ৷
উপস্থিত ছিলেন বিশ্বহিন্দু পরিষদের বদরপুর প্রখন্ডের সভাপতি সিদ্ধার্থ দত্ত, সম্পাদক শঙ্কু রায়, প্রাক্তন সদস্য নিরুপম আচার্য, দুর্গাবাহিনীর সংযোজিকা দেবী পাল, বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য, দীপক দেব ওয়ার্ড কমিশনার মিঠুন শুক্লবৈদ্য প্রমুখ৷