BARAK VALLEY
হাইলাকান্দিতে আশাকর্মীদের মোবাইল ফোন বন্টন

জনসংযোগ, হাইলাকান্দি, ২৪ আগস্ট : হাইলাকান্দি জেলার আশা কর্মীদের মধ্যে ৭১৫টি মোবাইল ফোন সেট বন্টন করা হয়েছে। বৃহস্পতিবার হাইলাকান্দির এসকে রায় হাসপাতালে আয়োজিত এক সভার মাধ্যমে এই ফোন সেট গুলি তুলে দেন স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত কিমচিন লঙ্গাম। অনুষ্ঠানে স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক অলকানন্দা নাথ উপস্থিত ছিলেন। সভায় আশা কর্মীদেরকে তাদের ফোন নম্বর তাদের সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের মধ্যে জানিয়ে দিতে ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়।