Barak Valley
হাইলাকান্দিতে কিষান দিবসে বিশেষ গ্রাম সভা

জনসংযোগ, হাইলাকান্দি, ২৩ ডিসেম্বর : শনিবার কিষান দিবস উপলক্ষে হাইলাকান্দি জেলার ৬২টি গ্রাম পঞ্চায়েতের সবকটিতে পিএম কিষান বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হয়। সভা গলিতে কৃষকদের প্রধানমন্ত্রী কিষানের জন্য তাদের আটকে থাকা দরখাস্ত মনজুরের জন্য দেখা দেওয়া সমস্যা দূর করতে ব্যবস্থা নেওয়া হয়। সবাই কৃষি বিভাগীয় আধিকারিক রা সব দাও পঞ্চায়েতের সভায় অংশ নেন।