Barak Valley

হাইলাকান্দিতে তিন মাসের দক্ষতা বিকাশ ট্রেনিং শুরু

জনসংযোগ, হাইলাকান্দি, ৮ সেপ্টেম্বর : আসাম স্কিল ডেভেলাপ মেন্ট মিশনের হাইলাকান্দি শাখার উদ্যোগে হাইলাকান্দির বোয়ালিপার এবং টান্টুতে তিন মাসের দক্ষতা বিকাশ প্রশিক্ষণের দুটি শিবির শুক্রবার থেকে শুরু হয়েছে। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে শুক্রবার হাইলাকান্দির এই দুটি দক্ষতা বিকাশ প্রশিক্ষণ শিবিরের ভার্চুয়াল উদ্বোধন গূয়াহাটি থেকে করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কেন্দ্রীয় অনুষ্ঠানে রাজ্যের দক্ষতা,নিয়োগ, পর্যটন এবং পিএইচই বিভাগের মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়াও উপস্থিত ছিলেন। বোয়ালিপারের প্রশিক্ষণ শিবিরে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে এবং এডিসি কিমচিন লঙ্গাম, দুই বিজেপি নেতা স্বপন ভট্টাচার্য , মিলন দাস এবং কিল ডেভেলপমেন্টের ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পিনাক চৌধুরী অংশ নেন‌‌। জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে বোয়ালিপারের শিবিরে ভাষণ প্রসঙ্গে দক্ষতা বিকাশ প্রশিক্ষণ শেষে বেসরকারি ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেন। উল্লেখ্য বোয়ালিপারের প্রশিক্ষণ শিবিরে মাল্টি স্কিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টেকনিক্যাল এর উপর ২৫ জন এবং সোলার প্যানেল ইনস্টলেশন এর উপর আরো ২৫ জন চাকুরী প্রার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। লালার টান্টুর শিবিরে বৈজ্ঞানিক পদ্ধতিতে ছাগল পালনের উপর ২৫ জন এবং দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক সার তৈরির উপর আরো ২৫ জন প্রশিক্ষণ নিচ্ছেন।

Show More

Related Articles

Back to top button