হাইলাকান্দিতে দুর্যোগকালীন প্রশাসনের জরুরি নম্বর
জনসংযোগ, হাইলাকান্দি, ২৭ মে : হাইলাকান্দি জেলা প্রশাসনের বিপর্যয় শাখা থেকে যে কোন দুর্যোগের সময় যোগাযোগের জন্য জরুরী কালীন ফোন নম্বর জানিয়ে দেওয়া হয়েছে।। জেলা দুর্যোগ সহায়তা কেন্দ্রের নম্বর 03844-1077 ।এছাড়া যে কোন দুর্যোগে হাইলাকান্দি জেলার চারটি সার্কেল অফিসে সহায়তার জন্য মোবাইল ফোন নম্বর জানিয়ে দেওয়া হয়েছে। ফোন নম্বর গুলি হল আলগাপুর রাজস্ব চক্রে 7002318693 হাইলাকান্দি রাজস্ব চক্রে 7399606920 লালা রাজস্ব চক্রে 8876389195 এবং কাটলিছড়া রাজস্ব চক্রে 9101501076 ।
এদিকে প্রশাসনের বিপর্যয় শাখা থেকে প্রচারিত এক আবেদনে জেলার জনসাধারণকে ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে ভারী বর্ষণ ও ঝড় তুফান সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। জনসাধারণকে পাহাড় বা টিলা অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ মাটিকাটা নির্মাণ কাজ ইত্যাদি সোম ও মঙ্গলবার বর্জন করতে বলা হয়েছে।। প্রয়োজনে জনসাধারণকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিকটবর্তী স্কুল বা আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে জেলার ধ্বসপ্রবন এলাকাগুলির জনসাধারনকে সতর্ক করতে সোমবার প্রশাসন থেকে মাইকিং করা হয়েছে।