Barak Valley

হাইলাকান্দিতে পঞ্চম আয়ুষ্মান দিবস পালন

জনসংযোগ, হাইলাকান্দি, ২৩ সেপ্টেম্বর : হাইলাকান্দিতে শনিবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পঞ্চম আয়ুষ্মান দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে হাইলাকান্দি শহরের এস কে রায় সিভিল হাসপাতালে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে এই সভায় পৌরোহিত্যে করে জানান যে হাইলাকান্দি জেলায় এখন পর্যন্ত এক লক্ষের উপরে আয়ুষ্মান কার্ডের জন্য ইকেওয়াইসি করা হয়েছে।

তিনি আয়ুষ্মান কার্ড থেকে কিভাবে চিকিৎসা পরিষেবা সাধারণ নাগরিকরা পান সে সম্পর্কে সচেতনতা বাড়াতে চিকিৎসা বিভাগের আধিকারিক কর্মী এবং আশা কর্মীদের প্রতি আবেদন জানান। পাশাপাশি রেশন কার্ড থাকা এখনো যেসব পরিবার এই কার্ড থেকে বঞ্চিত রয়েছেন তাদেরকে এই কার্ড পেতে কাজ করার নির্দেশ দেন। সভায় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা, এডিসি কিমচিন লঙ্গাম, স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডা: অলকানন্দা নাথ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পাঁচজন আশা কর্মীকে আয়ুষ্মান কার্ড এর জন্য ইকেওয়াইসি এর ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য পুরস্কৃত করা হয়। এর আগে আয়ুষ্মান কার্ড সম্পর্কে সচেতনতার জন্য হাইলাকান্দি শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

Show More

Related Articles

Back to top button