Uncategorized
হাইলাকান্দিতে পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকা প্রকাশ

জনসংযোগ, হাইলাকান্দি, ২৬ আগস্ট : হাইলাকান্দি জেলা পরিষদের ১১ টি চক্রের অধীন আঞ্চলিক পঞ্চায়েত ও গাঁও পঞ্চায়েত এলাকার ভোটার তালিকা শুক্রবার প্রকাশ করা হয়েছে। ভারপ্রাপ্ত জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে ২০২৩ সালের পঞ্চায়েত ভোটার তালিকা প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে নির্বাচন কমিশনের ২০২৩ সালের আসাম বিধানসভা সমষ্টির ভোটার তালিকার প্রতিনিয়ত পরিবর্তনের প্রক্রিয়ার মাধ্যমে ২০২৩ সালের ১লা জানুয়ারিকে ভিত্তি করে পঞ্চায়েতের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া সম্পর্কে দাবি ও আপত্তি ২০২৩ সালের গাঁও পঞ্চায়েত ভোটার তালিকার সংশ্লিষ্ট নিবন্ধন আধিকারিক অথবা সরকারি নিবন্ধন আধিকারিক অথবা গাঁও পঞ্চায়েত কার্যালয়ে দাখিল করা যাবে। খসড়া স্টেট ইলেকশন কমিশনের ওয়েবসাইট https://sec.Assam.gov.in এ দেখা যাবে।